শিল্প ও সাহিত্য
স্বাধীনতা আমার
নাহিদা সুলতানা চৈতী::
স্বাধীনতা আমার প্রাণ খুলে হাসায়
স্বাধীনতা আমার মন ভরে ভালোবাসায়।
স্বাধীনতা আমার কথায় কথায় ‘স্যার’ না বলায়
স্বাধীনতা আমার নতজানু হয়ে ‘পা না ধরায়’
স্বাধীনতা আমার আত্মনসম্মানবোধে
স্বাধীনতা আমার অন্যায় প্রতিরোধে।
স্বাধীনতা আমার চঞ্চলতায়, চপলতায়
স্বাধীনতা আমার নিস্তব্ধতায়, নীরবতায়…
স্বাধীনতা আমার কাছে আসায়
স্বাধীনতা আমার দূরে যাওয়ায়….
স্বাধীনতা আমার সততায়-সাহসিকতায়
স্বাধীনতা আমার মানবিকতায়-মানসিকতায়,
স্বাধীনতা আমার নিজেকে প্রমাণে
স্বাধীনতা আমার প্রত্যাবর্তনে।
স্বাধীনতা আমার বই-খাতা-কলমে
স্বাধীনতা আমার নারীত্বে-মমত্বে
স্বাধীনতা আমার সংসারে-সমাজে
স্বাধীনতা আমার বাংলাদেশি নাগরিকত্বে।
নাহিদা সুলতানা চৈতীঃ সহকারী অধ্যাপক (ইংরেজি), মানবিক বিভাগ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
Please follow and like us: