কলকাতার সবখবর

আজও আমাদের হৃদয়ে বাস করেন উত্তম কুমার

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে  শ্রদ্ধা জানাল রাজ্যের বিভিন্ন সংগঠন।

১৯৮০ সালে খুব অল্প বয়সেই এমনই এক শ্রাবণের দিনে সবার চোখ ভিজিয়ে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন তিনি।

২৪ জুলাইয়ে মহানায়কের মৃত্যুদিনে হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া জেটির পাশের উত্তম কুমারের প্রতিকৃতি’তে শ্রদ্ধাজ্ঞাপন করলেন We are The Common People এর সদস্যবৃন্দ।

সংক্ষিপ্ত সভায় উত্তম কুমারের স্মৃতি চারণের পাশাপাশি মূর্তিটির উপযুক্ত রক্ষনাবেক্ষনের দাবী তোলা হয়  সংগঠনের পক্ষেথেকে।

Please follow and like us:

Related Articles

Back to top button