দারিদ্রতাকে হার মানিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে রাউজানের সিহাব হোসেন
মো: হাবিবুর রহমান, রাউজান:: চট্টগ্রামের রাউজানে এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে দারিদ্র পরিবারের সন্তান সিহাব হোসেন।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় সিহাব প্রতিটি বিষয়ে কৃতিত্বের সাথে এ প্লাস পেয়েছেন।
সিহাব রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে সাগর আলী মিয়ার বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মনজুর ছেলে।
সে রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) এর জেনারেল মেকানিক্স বিভাগ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত সিহাব হোসেন বলেন, আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট এনে মা বাবার মুখে হাসি ফুটাতে পেরেছি৷
উল্লেখ্য, রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (ভোকেশনাল) এর ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেন ৯২ জন শিক্ষার্থী । জিপিএ ৫ পেয়েছেন ৫৭জন, পাশের হার ৯১.০৯।
এছাড়া সাধারণ বিভাগ থেকে ২৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেন ২৫৪জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩৪জন। পাশের ৯৩.৩৮ শতাংশ।