কবিতা

হার মানা হার

উম্মে হাবিবা চৌধুরী:

দিনের কর্মব্যস্ততা
রাতের নিস্তব্ধতা
যাপিত জীবনের
অনুষঙ্গতা।

ভোর হয় রাত হয়
জীবন আয়ু ক্ষয় হয়
চাওয়া পাওয়ার দোলাচালে
আজন্ম লালিত স্বপ্নে
সময়ের চলমান বিস্তীর্ণতায়
সুখ দুখ
জয় পরাজয় ব্যপৃতময়
বিধির বিধান।

হৃদয় সন্তর্পণে
নৈসর্গিক শব্দচয়নে
আলোচ্ছটা রাঙিয়ে
বিবর্ণ মনের
বিষন্ন ছায়া মাড়িয়ে
বেঁচে থাকার প্রত্যয়ে
খুঁজে নিতে হয়
আনন্দটাকে সৌন্দর্যবোধটাকে
প্রসন্নতার আকরে
পূর্ণতার শুভ্রতায়
সুবর্ণ সুখে
নিরন্তর ভালবাসায়
আকন্ঠ নিমজ্জিত হোক
নীলিমায় ধূসর আত্মা।

Please follow and like us:

Related Articles

Back to top button