খবরাখবর

হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৫ তম ওরশ শরীফ কাল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়্যদুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৫ তম ওরশ শরীফ মহান ২০ মহররম, ২৪ শ্রাবণ ১৪৩০ বাংলা, ০৮ আগষ্ট রোজ মঙ্গলবার চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হইবে।

ওরশ শরীফের দিনব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা, প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল ও রাত ১০টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। ওরশ শরীফে এবং সকল কার্যক্রমে হুজুরের আত্নীয় স্বজন, ভক্ত মুরিদান ও দেশবাসীকে উপস্থিত হয়ে হুজুরের ফয়ুজাত হাসিল করার জন্য দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ৪ দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী আয়োজন করা হয়েছে । ওরশ শরীফ উপলক্ষে দরবার এ বেতাগী আস্তানা শরীফের নিয়মিত প্রকাশনা ত্রৈমাসিক “আস্তানা” প্রকাশিত হয়েছে ।

Please follow and like us:

Related Articles

Back to top button