কবিতা

বঙ্গবন্ধু | উম্মে হাবিবা চৌধুরী

উম্মে হাবিবা চৌধুরী::

সৌর্য্যে বীর্য্যে কীর্তিতে কীর্তিমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
শিশির ভেজা ফুল ফোটা
কোনো এক শুভক্ষণে
হয়েছিলো জন্ম তোমার
গোপালগঞ্জের টুংঙ্গীপাড়ায়।

স্কুল জীবন থেকে ছিলে তুমি
মানব হিতৈষী
অন্যায়ের বিরুদ্ধে
কন্ঠ ছিলো তোমার প্রতিবাদী,
তোমারই সংগ্রামী কৌশলে
আত্মচেতনায় জেগে উঠেছিলো
সাড়ে সাত কোটি বাংঙালী প্রাণ
স্বাধীকার আদায়ে ছিলে তুমি রাজপথে,
জীবনের অধিকাংশ সময়
কেটেছে তোমার কারাগারে
নির্ভিক তুমি তোমারই বাগ্মিতায়
তোমারই প্রজ্ঞায় তোমারই নেতৃত্বে
পেয়েছি মোরা স্বাধীনতা।

যে স্পর্ধা করেনি
পাকিস্তানি হায়েনারা
করেছি তাই মোরা
করেছি হরণ তোমার জীবন,
দেয়নি সময় তোমারে মোরা
যুদ্ধ বিদ্ধস্ত সদ্য স্বাধীন দেশকে
তোমার আকাঙ্ক্ষিত
সোনার বাংলা রূপে গড়ে তুলবার,
বেঈমান মোরা ঘৃণিত মোরা
নির্মমভাবে স্বপরিবারে
১৫ই আগস্ট করেছি তোমায় হত্যা ।

বাংলাদেশের মানচিত্রে
শত কোটি বাংগালীর হৃদয়ে
চির অম্লান চির জাগরুক তুমি
হাজার বছরের শ্রেষ্ট বাংগালী,
যুগোত্তীর্ণ তুমি
কালজয়ী তোমার সেই ভাষণ
পরাধীন জাতির মুক্তির আহ্বান
৭ই মার্চ ১৯৭১ সন,
পরিস্থিতি পর্যবেক্ষণ
দিক নির্দেশন
স্বাধীন রাষ্ট্রসত্ত্বার দাবী উত্থাপন
বাংলাদেশের ভুখন্ড খচিত
স্বাধীন পতাকা উড্ডয়ন।
রেসকোর্স ময়দান
বর্তমান সোহরাওয়ার্দী উদ্দ্যান
তুমি বাংলাদেশের অহংকার
অগণিত ফুলে সৌরভ সুষমা
তোমার সমাধিতে ঝড়ে পড়ুক,
করি মাগফেরাত কামনা তোমার
দরবারে স্রষ্টার,
জানাই লাখো সালাম তোমায়।

Please follow and like us:

Related Articles

Back to top button