খবরাখবর

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই জলকপাট এর ১৬টি গেইট

অর্ণব মল্লিক, কাপ্তাই:: ফের খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ( কপাবিকে) ১৬ টি জলকপাট।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টা ১৫ মিনিটে কপাবিকে এর ১৬ টি জলকপাট দিয়ে ৬ ইি পরিমাণ পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, গত কয়েকদিন এর বৃষ্টিতে আজ( মঙ্গলবার) কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.২৪ ফুট মীনস সী লেভেল (এমএসএল) বেড়ে দাঁড়িয়েছে। যা রুলকার্ভ হতে প্রায় ৭ ফুট বেশী। ফলে ফের আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আজকে ১৬ টি গেইট দিয়ে ৬ ইি করে পানি ছেড়ে দিয়েছি।

তিনি আরোও বলেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সমুহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও প্রায় ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

প্রসঙ্গত: কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কপাবিকে’র ১৬ টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছিল এবং ঐদিন বিকেলে বন্ধ করে দেওয়া হয়েছিল

Please follow and like us:

Related Articles

Back to top button