খবরাখবর

ইতিহাসে আবদুল অদুদ চৌধুরী রাউজানের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে

রাউজানে ফতেহনগর অদুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা

আমির হামজা, রাউজান:: চট্টগ্রামের রাউজানে নোয়াজিষপুর ঐতিহ্যবাহী ফতেহনগর অদুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ৩দিন ব্যাপী আজিমুশশান মিলাদ মাহফিল গত বৃহস্পতিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

ফতেহনগর অদুদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল ২০০১ সালের প্রাক্তন শিক্ষার্থীদের সৌজন্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তণ শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান ও মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের দেওয়া হয় সম্মাননা।

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সরোয়ার্দী সিকদার।

এর আগে দাখিল ২০০১ সালের ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীরা স্মরণ করেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহান দানবীর নোয়াজিষপুরের মহাপুরুষ মরহুম আলহাজ্ব ছৈয়দ আবদুল অদুদ চৌধুরীকে তার মাজার শরিফে গিয়ে জিয়ার করেন প্রাক্তণ শিক্ষার্থীরা।

পরে বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হৃদয়ের অদুদিয়া নামে একটি স্বরণিকা প্রকাশনা।মোড়ক উন্মোচন করেন।

পরে সন্ধ্যায় আজিমুশশান মিলাদ মাহফিলে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী, গভর্নিং বোডের দাতা সদস্য আলহাজ্ব অহিদুল আলম চৌধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব বদরুল আলম চৌধুরীকে দাখিল ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সম্মাননা স্মারক প্রদান করেন।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন ছিপাতলী আলিয়া মাদরাসার  (অধ্যাপক) হযরতুলহাজ্ব আল্লামা শফিউল আলম নিজামী। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মন্নানের তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আহমদ ছগির।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সেলিনা আকতার, সোমেল বড়ুয়া, জিয়াউল হক, মো: ইউসুফ, আবদুল শুক্কর, মনজুর রশিদ চৌধুরী, তাহমিনা জাহান তানিয়া, এমরান হোসাইন, নেছার আহমদ, আব্দুস শাকুর, তাওহীদুল ইসলাম, মো: ইউছুপ, বখতিয়ার হোসেন, আমিন উল্লাহ, জহির উদ্দিন, ইসমত জাহান রুমা, রাশেদুল ইসলাম, ফখরুল ইসলাম, আফসানা, শামসুল কবির, শামসুল করিম।

ফতেহনগর অদুদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার দাখিল ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: ইব্রাহিম, আলী হোসেন সিকদার, মো: আজম খান, মো: হাবিবুর রহমান, মোরশেদুল আলম চৌধুরী, মো: হেলাল উদ্দিন, কাজী মো: সাইফুল আজাদ, মো: ফারুক, মো: জহির উদ্দীন, মো: নরুল আলম, মো: আনোয়ার হোসাইন, মো: মোস্তফা হোসাইন, মো: রমজান আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, এবারের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মাহফিলে দাখিল ২০০১ সালের প্রাক্তন শিক্ষার্থীরা প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মাদ্রাসার এবারের অনুষ্ঠানে অনুদান দেন।

গত শুক্রবার আখেরি মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পুর্ণ হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button