খবরাখবর

কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ-র‍্যালীর মাধ্যমে শেষ হলো বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা

অর্ণব মল্লিক, কাপ্তাই:: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে ভক্তি অঞ্জলী দিয়ে জয় জোয়ারে ঢাক কাসর বাজিয়ে দেবী দূর্গাকে বির্সজন দিলেন মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে।

হাজার হাজার ভক্তের জয়ধ্বনি আর মায়ের উলুধ্বনিতে কর্নফুলি নদীর দুই পাড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্হিতিতে এই প্রতিমা নিরঞ্জন উৎসব একটা সার্বজনীনতা লাভ করে।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরেও আয়োজন করেছে বিজয়া নৌ র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। কর্নফুলি নদীর উপর ফেরিতে সু-বিশাল মঞ্চে ২ ঘন্টাব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশে প্রতিটি ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব পালন করে। এছাড়া তিনি আরো বলেন, মৌলবাদীদের কোন ধর্ম নেই। দুর্গা পুজা আসলে একটা চক্র সবসময় দেশে অশান্তি করতে চাই। তাই তাদের প্রতিহত করতে হবে।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দী,রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। এর আগে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তে পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Please follow and like us:

Related Articles

Back to top button