হরতাল অবরোধের বিরুদ্ধে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
রাউজান:: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে সারাদেশব্যপী বিএনপি জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুন্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রসমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(৯-নভেম্বর) বৃহস্পতিবার দুপুরের বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মো জসিম উদ্দিন অভি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দিন সাইফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিন রাউজান ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম, সাধারন সম্পাদক মো সালাউদ্দিন।
উপস্থিত আছেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এস এম আজিম, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল বৈদ্য, গনশিক্ষা বিষয়ক সম্পাদক নিশান দে, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ, সাধারন সম্পাদক জি.এম হাসান, ছাত্রনেতা সৌরভ মাসুদ।
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা কৃষান দাশ, ফয়সাল মাহমুদ তৃষাদ, নাজিম উদ্দিন আজাদ, মো ফরিদ, সারেক তালুকদার, ইয়াছিন আরাফাত, কনক চৌধুরী, কামরুল হক সবুজ, মো রাফি, আবদুল্লাহ মাসুদ প্রমুখ।
পরে কাপ্তাই সড়কে হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়।