কবিতা

মাতৃছায়া | উম্মে হাবিবা চৌধুরী

উম্মে হাবিবা চৌধুরী::

দেশের কথা বলতে আমার ছন্দতালে উৎস প্রাণে
শব্দ জাগে অবিরত শত শত।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
নিরন্তর চিরায়িত।

মনের ভার্সনে স্মৃতির পাঁজরে
তুলির আঁচড়ে হয়েছে মূর্ত,
আমার জন্মদ্রাত্রী মায়ের
মায়া জড়ানো ছায়া
আমার নানাবাড়ি
(সৈয়দ বাড়ি, কাটিরহাট-ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম)
দেখেছি আমি সেখানে
সবুজ শ্যামল চিত্রহরিৎ মাতৃভূমি
বর্ণিল তোমার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যখানি,
করুণসুরে রাতজাগা নিশাচর পাখিদের কন্ঠস্বর
মোরগডাকা অনুপম অনিন্দিত নিশিভোর,
শিশিরপুঞ্জ মঞ্জুরী গন্ধশ্বাসে দূর্বাঘাস।
উদায়াচলের আলোক ধেনু
রবিরশ্মির রং চম্পক বর্ণিমা
ঝিলমিল রক্ত কণিকা।

শুভ্র বিহ্বল হীম রেখা
কুয়াশা ঝরা ধূপছায়া,
জলের কুহক দোলপারা পদ্মপাতা,
বিস্তীর্ণ ঝিলের পানি মৃদঙ্গ হিল্লোলধারা।
স্থির মুগ্ধ দৃষ্টিনয়নে নিমগ্ন আকুল কম্পনে
পানকৌড়ি আর কানাবগি শিকার অন্বেষণে
ক্ষুধা নিবারণে অতি সন্তর্পণে।

তরু বীথিকা ছায়াঘেরা দীঘির পাড়
শান বাঁধানো ঘাট,
রিনিকঝিনিক কিন্কিনী ক্ষীণ জলপ্রবাহ
খাল স্নিগ্ধ পারাবার।
দুধারে ঝাউয়ের শাখে
মদির শ্বাসে স্পন্দ সঞ্চরিয়ণ
বহিছে দখিণা সমীরণ।

থোকা থোকা শিম ধরা লতা
বরবটি কুমড়ো শসা ক্ষেত ভরা সবজি
সোনাঝরা শস্যফলা ধানে ভরা জমি,
খোলা মাঠের প্রান্তর
আলপথ মেঠোপথ
আঁকা বাঁকা সবুজ গাঁ,
বনফুলে রোদ্রস্নাত ধরিত্রী
শৈল্পিক বৃত্তে গেঁথেছে মালা
রুদ্রবীণা মাতাল হাওয়া।

অস্ত যাওয়া সূর্যের বিদায়ক্ষণ
নীলিম গগনে রক্তরশ্মির রঙিন আভা
দিবসও সমাপন, গোধুলী লগন,
প্রকৃতির বিষাদ অনুরাগে
বিরহ বিধুর হৃদস্পন্দন।

হৃদয় মন্দ্রিত সুরে দেয় আজান
জাগায় প্রাণ মসজিদের মুয়াজ্জিন,
দূর নিকটে মন্দির থেকে ভেসে আসে
অমলিন ঘন্টাধ্বনি,
আহা কি সৌহার্দ্যময়
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনখানি।

কুলায় ফেরা ক্লান্ত শ্রান্ত পাখিরা
ডানা মেলে যায় উড়ে উড়ে
নিরব কুজনে বনকুঞ্জে,
নৈশব্দের মৃন্ময়ী পূণ্য দহন বিমোহিত ছায়া
কুহেলি মলিন সন্ধ্যার মেঘমালা
নিকুন্ঠ পেলবিত সাঁজের মায়া
স্বদেশ তুমি আমার প্রাণস্পন্দন
আমার সোনারবাংলা
মাতৃমোহিনী কায়া মাতৃছায়া।

Please follow and like us:

Related Articles

Check Also
Close
Back to top button