নতুন শিক্ষাক্রম নিয়ে আপনি ট্রল করছেন?
বিবি হাওয়া স্নেহা::
আপনিও ট্রল করছেন? মানে
নতুন শিক্ষাক্রম নিয়ে? খুব ভালো কথা! তবে, একটু দেখে নিন আপনার সাথে আর কারা ট্রল করছেন! তাদের শিক্ষাক্রম বোঝার মত যোগ্যতা আছে কিনা, তাদের জ্ঞানী বলবেন কিনা বা তারা পূর্বের শিক্ষাক্রমে পড়ে সফল কিনা? আপনিই বিচার করুন…
মনে করে দেখুন তো- ঘরের ছোট্ট সদস্যের আবদারে কখনো ঘোড়া হয়েছেন কখনো? সদ্য কথা শিখতে যাওয়া শিশুর সাথে তার মত করেই “ওলে বাবা! দুত্তু বাবুটা আমাল!” বলেছেন কখনো?
কিংবা ‘তারে জমিন পার’ মুভিতে আমির খান যখন বিচিত্র সাজে ক্লাসে ঢুকে ‘বাম বাম বোলে’ গানে নেচে গেয়ে আনন্দ দেয়- তখন আপনার সন্তানের আনন্দমাখা মুখখানা খেয়াল করেছেন কি?
যদি করে থাকেন, তাহলে নিশ্চয় এটা বুঝতে পারছেন- শিশুদেরকে সহজে শেখাতে হলে তাদের বন্ধু হয়ে যেতে হয়, তাদের মন বুঝে আচরণ করতে হয়। রাশভারী চেহারা নিয়ে চেয়ারে বসে কেউ কবিতা পড়াক- এটা আপনি চাইবেন?
তাহলে শিক্ষকদের চিরাচরিত জড়তা ভেঙ্গে নতুন কিছুর চেষ্টাকে কেন স্বাগত জানাতে পারছেন না?
হাঁসের প্যাক প্যাক বা সাইকেলের টিডিং টিডিং- প্রত্যেকটা কার্যক্রমের পেছনে কোন না কোন উদ্দেশ্য আছে, যা সামান্য ভিডিওতে বোঝা নাও যেতে পারে (যেমন, হাসের প্যাক প্যাক ভিডিওতে মেঝেতে ছক করে ভগ্নাংশ শেখানোর পদ্ধতি ছিলো)।
আপনার সন্তান স্কুলের সময়টা আনন্দে থাকবে, হাসতে, খেলতে শিখবে- এটাতো ভালো কথা!
যদি মনে করেন-বাচ্চার সামনে কাঁদলে বা ভয় দেখালে, সে খিলখিলিয়ে হাসবে- তাহলে আমার বলার কিছু নেই!
বিদায় অনুষ্ঠানের ব্র্যান্ড কবিতা ‘যেতে নাহি দিবো হায়’ না কইয়া সৃজনশীল বুদ্ধি দিয়া গান রিমেক করলো ক্যান? হা হা হি হি..!!
অথচ এই গানের চমৎকার কথাগুলো খেয়াল করিনা! ভুলে যাই, এই গানের সুরে আমাদের মা-দাদী-নানীদের আবেগ জড়িত!
মাঠে নাচের ভিডিও মানেই এটা কারিকুলামের! স্কুলড্রেস পরে নাচছে মানেই কারিকুলাম নাচতে বাধ্য করছে! দেশটা রসাতলে গেলো! চল শেয়ার করি! এমন কেন আমরা? একটু যাচাই করার মত নিজেদের বোধ-বুদ্ধি কি নেই ?
দায়িত্ব নিয়ে বলছি- কারিকুলামের কোথাও বাধ্যতামূলক নাচ-গান নেই।
শিক্ষক নয়, বরং শিক্ষার্থীর পছন্দ ও আগ্রহকে প্রাধান্য দিয়েই নতুন কারিকুলাম প্রণীত হয়েছে।
ভাই, যাদের ট্রল করে পেট চালাতে হয় বা যাদের তলিয়ে দেখার মত তলা নেই- তারা ট্রল করুক! আপনি কেন???
স্রোতে গা ভাসানোর আগে অন্তত স্রোতটা ময়লা পানির কিনা তা যাচাই করুন প্লিজ….
(চলবে…)
বিবি হাওয়া স্নেহা : শিক্ষক, লেখক ও সংগঠক