খবরাখবর

বিপুল ভোটে বিজয়ী এবিএম ফজলে করিম চৌধুরী

আমির হামজা, রাউজান:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চট্টগ্রামের রাউজানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশূঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাউজানের ৯৫টি ভোট কেন্দ্র শান্তিপূর্ণভাবে ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৭-জানুয়ারী) সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে ছিলো নারী-পুরুষ ভোটারদের চোখে পড়ার মতো ব্যাপক উপস্থিতি। বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষ হলে প্রতিটি কেন্দ্র থেকে আসতে শুরু করেন ভোটের ফলাফল।

দুই পুত্র বধূর হাত ধরে ভোট দেওয়া জন্য কেন্দ্র আসলেন ১০৫ বছর বয়সী বৃদ্ধ রহিমা বেগম

ফলাফলে জানা যায় চট্টগ্রাম-৬ রাউজান আসনে টানা ৫ম বার বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। ৩ লাখ ১৬ হাজার ৯২০ জন ভোটারের মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৯২ ভোট। ফলাফলে সবচেয়ে বেশি ভোট পেয়ে চট্টগ্রামে প্রথম এবিএম ফজলে করিম চৌধুরী বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নিকটতম প্রতিদ্ধন্দী প্রার্থী ট্রাক প্রতীকে অ্যাডভোকেট শফিউল আজম পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট, জাতীয় পাটির প্রার্থী শফি-উল আলম চৌধুরী লাঙ্গল প্রতীক পেয়েছেন ২ হাজার ৬৫৪ ভোট, ইসলামিক ফ্রন্টের প্রার্থী এসএম জাফর উল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯২৪ ভোট আর তৃণমুল বিএনপির প্রার্থী মো: ইয়াহিয়া জিয়া উদ্দিন চৌধুরী সোনালী আঁশ প্রতীক পেয়েছেন ১ হাজার ১৪৯ ভোট। রাউজানে ৭২.৭৮ শতাংশ ভোট পড়েছে, যা চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পড়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button