কলকাতার সবখবর
কোলকাতা জুড়ে বাণী বন্দনা সন্মাননা প্রদান
কলকাতা: Hello kolkata এবং We are The Common People এর উদ্যোগে কোলকাতা জুড়ে বাণী বন্দনা সন্মাননা প্রদান করা হয়েছে।
স্বরস্বতী পুজোকে কেন্দ্র করে কোলকাতার শিক্ষা প্রতিষ্ঠান গুলির পুজোমণ্ডপ সেজে উঠছে নানা থিমে।
জাঁকজমক এবং শৈল্পিক ভাবনা দিয়ে শিক্ষার্থীরা সাজিয়ে তুলেছে তাদের পুজো মণ্ডপ গুলি।
পড়ুয়াদের এর উৎসাহ বৃদ্ধি করতেই হ্যালো কলকাতা এবং we are the common people কোলকাতা জুড়ে আয়োজিত করলো বাণী বন্দনা সন্মাননার।
এই কর্মসূচীতে অংশ গ্রহণ করলো কোলকাতার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
আয়োজক সংস্থা গুলির পক্ষ থেকে শুভজিৎ দত্তগুপ্ত জানান অংশ গ্রহণকারী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কেই তাদের উদ্যোগের জন্য সন্মাননা জানাচ্ছি আমরা এটা কোনো প্রতিযোগিতা নয় এটা পড়ুয়াদের প্রচেষ্টা কে আমাদের কুর্নিশ জানানোর উদ্যোগ।
Please follow and like us: