ভাষা সৈনিক | জয় দাশ
জয় দাশ: সবেমাত্র বিশ্ববিদ্যালয় গমন করলাম রক্ত একটু গরম, মনটা ছিল চঞ্চল, সাহসও অনেক বেশি।বিশ্ববিদ্যালয়ে বড় ভাইয়েরা, মিটিং মিছিলে ব্যস্ত।
কখনো এখানে, কখনো ওখানে হচ্ছে মিটিং
রাজপথে হচ্ছে মিছিল।
দাবি একটাই, “রাষ্ট্রভাষা বাংলা চাই।”
ওমা! এটা কোন ধরনের কথা?
মায়ের বাসায় কথা বলব,
এটা আবার দাবি করে নিতে হয়?
এটাতো আমাদের অধিকার।
সেদিন সন্ধ্যা রাত্রী, মিটিংয়ে ছাত্র-ছাত্রী
আমিও ছিলাম সেথায়।
শুনে মনে লাগলো ব্যাথা,
মাতৃভাষায় বলতে পারব না কথা।
তা কি করে হয়।
এত বড় অপবাদ আর কি প্রাণে সয়।
পৃথিবীর সকল দেশ মাতৃভাষায় কথা কয়।
আমাদের বেলায় কেন ভয়।
কথা আমি বলবো, আমার মায়ের ভাষায়।
দেখি কে আমাকে ঠেকায়।
কাল মিছিলে সবার আগে আমি দাঁড়িয়ে থাকবো।
মাতৃভাষার জন্য আমার জীবন বাজী রাখবো।
রাতে বেলা ঘুম হলো না
সকাল হলো তাড়াতাড়ি।
মিছে মিছিলে চারিদিকে হলো ছড়াছড়ি।
মিছিলের স্লোগান শুনে মনে উঠল ঝড়।
মিছেলের সামনে ছিলাম মনে ছিল না ডয়।
দাবি আমাদের একটাই, “রাষ্ট্রভাষা বাংলা চাই।”