খবরাখবর

শাহজাদপুরে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হালিমুল হক মিরু

উপজেলাপরিষদ চেয়ারম্যান নির্বাচনে ভাইস চেয়ারম্যান মিন্টু ও লাবনী

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুরে আনারস প্রতীক নিয়ে ৫৪৪২৯ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।

তার নিকটতম প্রতিদ্বন্ধী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু পেয়েছেন ২৯৮৮৪ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৪৫৪৫।

এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী অন্যান্য প্রার্থীদের মাঝে সাইফুল ইসলাম (টেলিফোন) ২২৬২৯, গোলাম সাকলাইন সেলিমক (হেলিকপ্টার) ১৫৩৯৭, ইসমাইল হোসেন (দোয়াত কলম) ৯৬৬৬, মুস্তাক আহমেদ (কৈ মাছ) ৪৪৯৯, হুমায়ুন কবির (মোটরসাইকেল) ৩০০৩ এবং ইউনুস আলী (ঘোড়া) পেয়েছেন ১১৯৪ ভোট।

উল্লেখ্য, বিজয়ী হালিমুল হক মিরু শাহজাদপুর পৌরসভার সাবেক দুইবারের মেয়র ছিলেন। তবে ২০১৪ সালে আলোচিত সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলার আসামী হয়ে দীর্ঘদিন শাহজাদপুরের রাজনীতিতে কোনঠাসা অবস্থায় ছিলেন।

তিনি গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামীলীগের চয়ন ইসলামের নিকট পরাজিত হন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি অনেকটা বীরদর্পে আবারো জন প্রতিনিধি নির্বাচিত হলেন।

ভোট গ্রহন শেষে বুধবার রাতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে পৌর আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু (টিউবওয়েল) ৭০০৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম (চশমা) পেয়েছেন ৫৭২৯৩ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১২৭৭১। এছাড়াও সাইফুল ইসলাম প্রিন্স (তালা) পেয়েছেন ৬১৬৮ এবং ফারুক সরকার (মাইক) পেয়েছেন ৫৮৩৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাবনী ইসলাম লাবনী (কলস) ৫৯৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মৌসুমী বাবলা (হাঁস) পেয়েছেন ৪২৭৬৮ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১৬৮৭০। এছাড়াও রুমি খাতুন প্রিয়া (ফুটবল) পেয়েছেন ৩৬৬৫৭ ভোট।

বুধবার (২৯ মে) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১৬০ টি কেন্দ্রে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে মোট ভোটার ছিল ৪,৫৩,১০০ জন। পুরুষ ২৬০৭৭, নারী ২২৭০২১ এবং হিজড়া ২জন। ভোট প্রদানের হার ৩১ শতাংশ।

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী কিংবা ভোটাররা কেউ কোন অভিযোগ করেননি।

Please follow and like us:

Related Articles

Back to top button