খবরাখবর

প্রতারকদের লোভের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ

আমির হামজা, রাউজান: দিন দিন বাড়ছে প্রতারক চক্রের নতুন নতুন ফাঁদ। আর সেই ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ।

অনেকেই এই প্রতারকদের লোভে পড়ে স্বর্ণালংকার থেকে শুরু করে নগদ টাকাপয়সা খোয়াচ্ছেন।

এমন ঘটনা ঘটে গত শনিবার দুপুরে চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী বাজারে নকল সোনার বার দেখিয়ে এক নারীযারীর শরীরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

ভুক্তভোগী নারী বলেন, পাহাড়তলীতে বাজার করার জন্য গিয়ে ছিলেন। বাজার শেষ করে বাড়ি আসার পথে গাড়ি স্ট্যান্ডে দাড়িয়ে থাকা এক সিএনজি অটোরিকশা  চালক ডেকে বলেন কোথায় যাবেন। সামনে যাবো আসেন। গাড়িতে বসে দেখি পিছনে এক নারী ও এক পুরুষ বসা রয়েছে।

কিছুদূর যাওয়ার পর তারা আমাকে সাদা একটি কাপড় হাতে ধরিয়ে দেন। এবং সোনার বারটি হাতে দিয়ে আমার শরীরে থাকা স্বর্ণের কানের দুল ও নগদ টাকা নিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে দেন।

এর আগে আরও দুটি ঘটনা ঘটছে পাহাড়তলী চৌমুহনী বাজারে আল মক্কা টাওয়ারে স্বর্ণের দোকানে ক্রেতা সেজে স্বর্ণ চুরি করার ঘটনা। এবং রিয়ালের ফাঁদে ফেলে নগদ টাকা হাতিয়ে নিয়ে ফারুক ও তার স্ত্রীকে ধরিয়ে দেওয়া হয় ভিম সাবান।

Please follow and like us:

Related Articles

Back to top button