তিলোত্তমা চট্টগ্রাম আয়োজিত ছাদকৃষি প্রশিক্ষণে অনুপ্রেরণা যোগালেন বাবর আলী
এভারেস্ট বিজয়ী বাবর আলী ও অতিথিবৃন্দের সাথে ছাদ কৃষি প্রশিক্ষণে আগতরা
পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সংগঠন তিলোত্তমা চট্টগ্রাম আয়োজিত ছাদ কৃষি প্রশিক্ষণ আজ ৮ মে শনিবার সংগঠনের ছাদবাগান সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদবাগানীদের অনুপ্রেরণা প্রদান করেন এভারেস্ট বিজয়ী বীর ডাঃ বাবর আলী।
সংগঠনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন সাহেলা আবেদীন (রীমা) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ডেইজী মওদুদ, তিলোত্তমা চট্টগ্রাম এর উপদেষ্টা ফজলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র দত্ত, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, প্রকৌশলী জাহিদ আফছার চৌধুরী।
এতে জাদু পরিবেশন করেন তরুন জাদুশিল্পী মো: কামাল উদ্দিন। অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন মিসেস মনোয়ারা ছিদ্দিকী এবং রবিউল রবি।
বাবর আলী পরে তিলোত্তমা চট্টগ্রাম এর ছাদবাগান দেখে বিমোহিত হন। তিনি এ ধরনের প্রয়াসকে সাধুবাদ জানান এবং সবসময়ই পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, পরিবেশ ও প্রকৃতি নিয়ে আমাদেও সচেতন থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। সকলকে এভারেস্ট জয় করতে হবে এমন কথা নেই। যে যার অবস্থান থেকে সেরাটা দিয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারাটাই হবে সবচেয়ে বড় কাজ। আমি তিলোত্তমা চট্টগ্রাম এর কাজগুলো দেখে অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও কাজগুলো অব্যাহত থাকবে বলে আমি মনে করি।