খবরাখবর

বিভিন্ন মেয়াদে কারা ভোগ শেষে ভারতে ফিরে গেল চার ভারতীয়

সোহাগ হোসেন, বেনাপোল: বাংলাদেশে কারা ভোগ শেষে ভারতীয় চার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ।

রবিবার (৯ জুন) বেলা ২টার দিকে বেনাপোল চেকপোস্ট-পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

ভারতীয় ওই নাগরিকরা হলো-সমন্তিপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানা’র ছেলে সুনীল কুমার সানি (৪৭), পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল (৫০), পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২) ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২১ সালে মহেষপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এ কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ মামলা করলে তাদের চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন ওই চার ভারতীয়। পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় বিজিবি। সেখানে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। সাজা শেষ আজ তারা দেশে ফিরে গেলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button