খবরাখবর

ওজন করে নয় থলে ভর্তি মাংস বিক্রি! ৬-৭ কেজি মাংস মাত্র ১হাজার টাকা!

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি: সারি সারি বসে আছে বিক্রেতা, দরদাম করে নিচ্ছেন ক্রেতা। তবে দাঁড়ি পল্লায় ওজন করে নয়। থলে বা ব্যাগে যা আছ সব একসাথে। ফটিকছড়িতে মাংস বিক্রি হচ্ছে জমজমাটভাবে।

কোরবানির দিন,বলতে গেলে ঘরে ঘরে মাংস। তারপরও মাংস বিক্রি? অনেকের প্রশ্ন? কোরাবানির দিনও মাংস বিক্রি হয়? বিক্রি হয়,কোরাবানি মাংস।
আজ কোরবানীর দিন উপজেলার বিভিন্নস্থানে জমজমাট কোরবানি মাংস বিক্রির দৃশ্য পরিলক্ষিত হয়।

জানা যায়, কোরবানী গরু জবাই করার পর পরই গ্রামে-গঞ্জে,পাড়া-মহল্লার বাড়ি বাড়ি গিয়ে অনেক গরিব অসহায় মাংস চেয়ে নেয়।

মাংস সংগ্রহকৃতদের অনেকেই এসব মাংস বিক্রি করে দেয়। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা মাংস সংগ্রহ করতে আসে তারাই সংগ্রহকৃত মাংস বিক্রি করে চলে যায়।

এছাড়া অনেকে ব্যাচেলর জীবন যাপন করে তারা সংগ্রহকৃত মাংস বিক্রি করে দেয়।
নাজিরহাট ঝংকার মোড়, মাইজভাভাণ্ডার শরীফ, নানুপর বাজারসহ বিভিন্নস্থেনে গিয়ে দেখা যায় মাংস বিক্রি করছে অনেক নারী পুরুষ। কিনেও নিচ্ছেন অনেকে।বিশেষ করে যারা কোরবানি করনি এবং বিভিন্ন খাবার হোটেল ব্যবসায়ীরা।

থলে ভর্তি ৬/৭ কেজি ওজনের মাংস ৮০০-১২০০ টাকা করে বিক্রি করতে দেখা যায়।

মাংস বিক্রেতা আনোয়ার বলেন,যেখানে থাকি সেখানে মাংসগুলো নিয়ে যেতে কষ্ট হবে তাই বিক্রি করে দিচ্ছি।

আরেক বিক্রেতা জাবেদ বলেন,ভাড়া বাসায় থাকি একা,এতগুলো মাংস কি করব তাই বিক্রি করতে আসলাম। মাংস ক্রয় করতে আসা আলমগীর বলেন,এ সময় সস্তা দামে মাংস পাওয়া যায়,তাই কিনে নিচ্ছি।

Please follow and like us:

Related Articles

Back to top button