মানিকছড়ি ডিসি পার্কে বেড়াতে এসে পানিতে ডুবে হাফেজের মৃত্যু
আবদুল আল মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে বেড়াতে এসে লেকের পানিতে ডুবে মো. ইসরাফিল নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত ইসরাফিল স্থানীয় কাশিমুল মাদরাসার হেফজ বিভাগের একজন হাফেজ এবং মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, ঈদের দিন দুপুরে মানিকছড়ি ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্কে ইসরাফিলসহ ৩সহপাঠী পার্কের লেকে কায়াকিং নিয়ে ঘুরতে নামে। এক পর্যায়ে কায়াকিং (বোট) পাড়ে ভিড়িয়ে লেকের পাড়ে নেমে পড়ে ইসরাফিল এবং পুনরায় লাফ দিয়ে বোটে উঠার সময় বোটটি উল্টে যায়। এতে সাঁতার না জানা ইসরাফিল পানিতে ঢুবে তলিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কাউকে দোষী সাবস্ত না করায় অপমৃত্যু মামলা রুজু শেষে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।