ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানবৃন্দের দায়িত্বভার গ্রহণ
মো: রফিকুল ইসলাম, ফটিকছড়ি: দায়িত্বভার গ্রহণ করলেন ফটিকছড়ি উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যন,ভাইস- চেয়ারম্যান,মহিলা ভাইস-চেয়ারম্যান।
বৃহস্পতিবার ২০ জুন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারে বসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী নফল নামাজ আদায় ও কোরাআন শরীফ তেলেওয়াতের মধ্যে দিয়ে উপজেলার পরিষদের চেয়ারে বসেন এবং দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি বলেন, জনগনের অর্পিত দায়িত্ব আমি যাতে যথাযথ পালন করতে পারি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।
এর আগে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এদিকে গত ১২ জুন চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং (পি,টি,আই) সম্মেলনে কক্ষে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম।
গত ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হন। চেয়ারম্যান পদে ২ জন,ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধী ছিলেন।