খবরাখবর

বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিলসহ চালক আটক

সোহাগ হোসেন, বেনাপোল: যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা WB-25,E-2372পন্যবাহী ট্রাকে বিজিবি ও কাস্টমস যৌথ অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

এ ঘটনায় ওই গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। সে বনগাঁ মহকুমার পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে।

সোমবার (১ জুলাই) রাত ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৩০ ইয়ার্ডে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের সিটের নীচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়িটির নম্বর – WB-25,E-2372.এটি ছিল কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাক।

উক্ত পন্যের আমদানি কারক প্রতিষ্ঠান দি বেঙ্গল গ্লাস লিমিটেড। যার সিএন্ডএফ এজেন্ট পদ্মা ট্রেডিং কর্পোরেশন। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আর আই বি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে।

এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা আগে থেকে গোপন অবস্থান নিয়ে গাড়িটি সনাক্ত করে।

পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ড্রাইভারের সীটের নীচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকের চালক রফিকুল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button