খবরাখবর

ফটিকছড়িতে দিগন্ত ডিলিং লিমিটেডের আধুনিক শফিং মল

মো: রফিকুল ইসলাম, ফটিকছড়ি: আধুনিক সুবিধা সম্বলিত নতুন আঙ্গীকে ডিএম ট্রেড সেন্টার নামে ফটিকছড়িতে আরো একটি শফিং মল করতে যাচ্ছে দিগন্ত ডিলিং লিমিটেড।

৪ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সংলগ্ন বিবিরহাট বাজারের মনিরা ক্লাবের পাশে প্রথমে ফিতা কেটে এরপর মাটি কাটার পর এক আলোচনা সভার মধ্য দিয়ে এ শপিং মলটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

দিগন্ত ডিলিং লিমিটেড এর চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন এর পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ফটিকছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন মুহুরী।

সংবর্ধিত অতিথি ছিলেন,ফটিকছড়ি পৌরসভার মেয়র মো: ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: দিদার, ব্যবসায়ী কাজী ইকবাল, ইউসিবি ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু ছালেহ,ফটিকছড়ি কলেজের প্রফেসর এন এম রহমত উল্লাহ, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: সোলাইমান কোম্পানি,সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক এনামুক হক সিকদার,
মোহাম্মদ শহীদ,আওয়ামী লীগ নেতা
তসলিম বিন জহুর, নুরুল আলম, কাজী দিদার, কাজি মো: কিবরিয়া, জেএম তাওহিদ হোসেন, নাজমুল তারেক, মাওলানা বেলাল, মো: মুছা, মো: ফারুক, মো: কামরুল, মো: রাইসুল প্রমুখ।

এসময় অতিথিরা বলেন,আধুনিক ফটিকছড়ি বিনির্মাণে পরিকল্পিত অত্যাধুনিক ডিএম ট্রেড সেন্টার শপিং মলটি ভূমিকা রাখবে। অতীতে ফটিকছড়িতে কোন ব্যবসা বান্ধব প্রতিষ্ঠান গড়ে উঠেনি। বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিগন্ত ডিলিং লিমিটেড কোম্পানি একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করে দ্রুত সময়ে এ শপিং মলটির নির্মাণ কাজ সম্পন্ন করবে।

Please follow and like us:

Related Articles

Back to top button