রাউজানে সাপের কামড়ে মৃত্যু, রাসেল ভাইপার আতঙ্ক
আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানে বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
(৬-জুলাই) শনিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ২নম্বর ওয়ার্ডের পাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রনজিত পাল (৬৫) ঊনসত্তর পাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের ছেলে।
এতে এলাকাজুড়ে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।
এব্যাপারে নিহতের ছেলে প্রদীপ পাল বলেন, সকালে আমার বাবা বাড়ির পাশে বিলের মধ্যে লাগানো সবজি খেতে গেলে সাপে কামড় দেয়। দ্রুত তাকে আমরা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল তাকে ভ্যাকসিন দেয়া হলো। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান তার বাবার পায়ের দংশন করেন সাপ।
এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মো রোকন উদ্দিন বলেন, সকালে বিলে গেলে তাকে সাপে কামড় দেন। হাসপাতালে নিয়ে গেল তার মৃত্যু হয়। তবে কি ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালে তাকে ভ্যাকসিন প্রয়োগসহ নানাভাবে বাঁচানোর চেষ্টা করা হলেও তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর।