হালদা নদীতে ১২কেজি ওজনের মৃত কাতলা মা মাছ উদ্ধার
আমির হামজা, রাউজান: চট্টগ্রামের হালদা নদীতে এবার আরও একটি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে।
আজ (৭-জুলাই) রবিবার দুপুর ১২টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইসকরম সাকর্দা খালের এলাকা থেকে মৃত কাতলা মা মাছটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।
মাছটি পঁচে দূর্গন্ধ সৃষ্ঠি হওয়া স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ ইউএনও নির্দেশনায় মাছটিকে মাটি চাপা দেয়।
এব্যাপারে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, রবিবার দুপুর ১২ টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইসকরম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাকর্দা খালে ১টি মৃত কাতলা মা মাছ ভেসে ওঠে যার ওজন প্রায় ১২ কেজি।
তিনি আরো বলেন, এই নিয়ে গত দুই সপ্তাহে হালদা নদীতে ১টি ডলফিন ও এপর্যন্ত ৬ টি মা মাছের মৃত্যু হয়। যার হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত। হালদা জলজ বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দূষনসহ সবধরনের ধংসাত্মক কর্মকান্ড নদীতে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি জানান।