খবরাখবর

ষাট টাকা ধার নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ইন্তেকাল

মো: রফিক তালুকদার, ফটিকছড়ি: ফটিকছড়ি ধর্মপুর মোহাম্মদ আলী তালুকদার বাড়ী নির্বাসী বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ২ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)।

আজ রাত ১০টায় সোরত আলী মার্কেট সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।

ষাট টাকা ধার করে মুক্তিযুদ্ধে যোগদেন বীরমুক্তি য়োদ্ধা সিরাজুল ইসলাম। ১৯৭১ সালে তিনি ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র। তার আশ পাশের বাড়ির একাদিক বন্ধুু বান্ধব মুক্তিযুদ্ধে যোগ দিতে প্রশিক্ষণ নিতে ভারতে চলে যান। তারও মনের ইচ্ছে যুদ্ধে যাবে। খোজ নিলেন আরেক বন্ধুর (নামটি এখন মনে নেই)।

ভারত যেতে তো টাকা লাগবে। তাদের হাতে টাকা নেই। বাড়িতেও টাকা দেবে না। যুদ্ধেও যেতে দেবেনা। দুই বন্ধু সন্ধি করলেন।

পাশের বড়ুয়া পাড়ার কোন এক বৃত্তশালী থেকে বাড়িতে জমি চাষ করতে লাগবে বলে ৬০+৬০ =১২০ টাকা ধার নেন। রাতেই খিরাম, মানিকছড়ি, বাগান বাজার, রামগড় হয়ে সাবরুম ত্রিপুরায় হরিনা ক্যাম্পে প্রশিক্ষণে যোগ দেন।

প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে ফটিকছড়ি-রাউজান সীমান্তের খনখাইয়ারকুল, সর্তাখাল, হলদিয়া আমির হাটের বড় ওপারেশনে যোগ দেন।

দেশ স্বাধীন হলে বাড়িতে চাষাবাদের হাল ধরেন। চাষাবাদের ধান চাল বিক্রি করে বড়ুয়া পাড়া থেকে ধার করা সেই টাকা ফেরত দেন। দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক সিরাজুল ইসলাম নিরহংকারী, মিষ্টভাষী সদালাপাী ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button