খবরাখবর

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বৃক্ষ রোপণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্যমন্ডিত করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায়, সবুজায়ন সিরাজগঞ্জ এর উদ্যোগে সিরাজগঞ্জ শহরের রেলগেট থেকে কাটাওয়াবদা পর্যন্ত রাস্তার আইল্যান্ড উপর ও পাশে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

বুধবার (১৪ আগষ্ট) বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত চারাগাছ রোপন করা হয় এতে চারা বৃক্ষ রোপণ কর্মসূচি’র উদ্বোধন করেন এবং  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ  আনোয়ার সাদাত।

এসময়ে চারা বৃক্ষ রোপণ করেন এবং  উপস্থিত ছিলেন, কৃষি পরিবার সিরাজগঞ্জের এ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে রাসেল রহমান, সাইফুল ইসলাম , রিয়াদ,রাসেদুল ও মনোয়ারুল এবং  সবুজায়ন সিরাজগঞ্জের পক্ষে ছিলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থী  সানজিদা, শ্রাবনি,শাওন, মোহনা,দিনা, লিমন,শাকিল, সুমাইয়া, সোহন,সামিউল,লিসা,বৃষ্টি, সিন্থিয়া, সাদিয়া, সন্মেলোন, শিউলি,মুন, বৈশাখি, সুমাইয়া (২) সহ অন্যান্যরা।

জানা যায় যে, শহরকে সবুজায়ন  করতে কর্মসূচি হাতে নেয়। এসব  সুশিক্ষিত তরুণ-তরুণীরা সংগঠিত হয়ে এ চারা বৃক্ষ লাগানোর জন্য সদর উপজেলা কৃষি অফিসে সহযোগীতা কামনা করে পরে কৃষি অফিসার তাদের কথায় সাড়া দেন।

নতুন প্রজন্মের এসব তরুণ-তরুণীরা জানান,  সিরাজগঞ্জ শহরকে আরো সৌন্দর্য করতে, বিশুদ্ধ অক্সিজেন পেতে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন বিরুপ প্রভাব মুক্ত করতে এ বৃক্ষ রোপণ কর্মসূচি আমরা গ্রহণ করছি।

Please follow and like us:

Related Articles

Back to top button