খবরাখবর

রাঙ্গুনিয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাইয়ের দখলে ৫৫ একর জায়গা উদ্ধার করেছে বনবিভাগ

রাঙ্গুনিয়া সংবাদদাতা: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের কাছে অবৈদভাবে দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন ৫৫ একর জায়গা উদ্ধার করেছেন বনবিভাগ।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ছয় ধরে অভিযান চালিয়ে উদ্ধার করেন বনবিভাগের লোকজন।

পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে দীর্ঘ ১৬ বছর দখলে থাকা এসব জায়গায় রয়েছে একাধিক গয়াল খামার, গরুর খামার, মাছের খামার, পুকুর, ছাড়াও গড়ে তোলা হয়েছিলো নান্দনিক রেস্টুরেন্ট এবং পার্ক।

এ বিষয়ে বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান-খুরুশিয়া রেঞ্জের আওতাধীন সুখবিলাস গ্রামের পাহাড়ি এলাকার ৫০ একর বনভূমি অবৈধভাবে দখলে নিয়ে সেখানে ৬টি গয়াল খামার, পাহাড়ে ৩টি পুকুর খনন করে মাছ চাষ করেন এরশাদ মাহমুদ।

বান্দরবান সড়কের পাশে দশমাইল এলাকায় বনবিভাগের মালিকানাধীন আরও ৫ একর জায়গা দখলে নিয়ে সেখানে রেস্টুরেন্টসহ পুকুর খনন করে পার্ক বানানো হয়েছিলো।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এবং খুরুশিয়া রেঞ্জ, রাঙ্গুনিয়া রেঞ্জ ও শহর রেঞ্জ সহকারী বনসংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালানা করেন।

অন্যান্য জায়গাও পর্যায়ক্রমে উচ্ছেদ করে বনায়ন করা হবে বলে জানান বনকর্মকর্তা।

Please follow and like us:

Related Articles

Back to top button