ধর্মপাশায় বন্যার্তদের অনুদান দিলো হলিদাকান্দা হাওর ভ্রমণ ঐক্য পরিষদ
ফারুক আহমেদ, ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা হাওর ভ্রমণ ঐক্য পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের সাহাযার্থ্যে অনুদান প্রদান করা হয়েছে।
আজ (২৬ আগস্ট) সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে অনুদানের নগদ অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক হাফিজুল হক, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, হাজ্বী ইকবাল হোসেন, সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন সোহাগ, শাহ আলম প্রিন্স।
গত শুক্রবার এ সংগঠনের বাৎসরিক হাওর ভ্রমণ অনুষ্ঠিত হয়। এর আগে সুনামগঞ্জে বন্যা পরিস্থিত ও দেশের সার্বিক পরিস্থিতির কারণে একা*ধিক*বার তাদের ভ্রমণ স্থগিত করা হয়েছিল।
সংগঠনের সমন্বয়ক হাফিজুল হক বন্যার্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বন্যার্তদের সাহায্যার্থে আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যমতো কিছু আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, হাওর ভ্রমণ ঐক্য পরিষদের অনুদান জেলা প্রশাসকের মাধ্যমে বন্যার্তদের মাঝে প্রেরণ করা হবে।