খবরাখবর

বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী সংবাদদাতা: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে সনাতন সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ঘটিকার সময় আরতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের মতো এই বছর ৩১শে ভাদ্র মাসে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পূজার দিনে ভক্তরা বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করার আশায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মধ্যে দিয়ে পূজাটি সম্পন্ন হয়।

পুরাতন মতে তিনি হলেন কারিগরি দেবতা।অষ্টম বসু প্রভাস হলেন তাঁর পিতা ও মাতা হলেন বৃহস্পতির ভাগিণী,বরবণিনী। আবার ব্রক্ষবৈবত্ত পুরাণে বর্ণিত তাঁর জম্ম ব্রহ্মার নাভি থেকে। পুরানে কাহিনীতে উল্লেখ করা আছে- তাঁর সৃষ্টি কার্যের কথা।ভগবক পুরাণের লেখা আছে- শ্রীকৃষ্ণের রাজ্য দ্বারক নির্মান করেছেন বিশ্বকর্মা।

মহাভারতে ও ওনার কথা বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে।বিশ্বকর্মা পূজায় বিশিষ্ট গীতা পাঠক ও ধর্মীয় আলোচক ছিলেন চট্রগ্রাম নন্দনকানন তুলসীধাম আশ্রমের শ্রী অমিত সেনগুপ্ত।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিমুল দাস,বিভিন্ন মঠ মন্দিরের সদস্য সদস্যবৃন্দ,শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার উপদেষ্টা শ্রী সন্তোষ শীল,দুলাল দে,শিমুল দাশ,শ্রী অমূল্য মহাজন,শ্রী হারাধন দাশ,শ্রী প্রিয় লাল দত্ত,শ্রী বাদল দাশ,শ্রী টিটু দাশ,শ্রী রূপন,শ্রী কাজল দত্ত,শ্রী দীপক শীল।

বিশ্বকমা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী টাংকু ধর,সহ-সভাপতি  অর্জুন কর্মকার,অজয় দে,রানা দাশ,লাভলু মল্লিক,সাধারণ সম্পাদক রাজন ঘোষ,সহ-সাধারণ সম্পাদক ছোটন কর্মকার বন,সাজু চৌধুরী কনক দে,পালশ দাশ,অর্থ-সম্পাদক রাহুল দাশ,সহ-অর্থ-সম্পাদক হৃদয় কর্মকার,সাংগঠনিক সম্পাদক বাবলা দে নয়ন,সহ- সাংগঠনিক সম্পাদক বাপ্পু দও,প্রচার সম্পাদক দোলন সাহা,সহ-প্রচার সম্পাদক নিটু সাহা,অন্তর নন্দী,এবং আরো অন্যান্য পদ পদবীতে রয়েছেন শ্রী শয়ন দে,সৌরভ মল্লিক,ইমন নন্দী,টিপু মিত্র (মনু),অপু দেবনাথ,সুব্রত দে,ইমু দাশ,অন্তর দাশ,জীবন দাশ,ধনঞ্জয় দত্ত,অজয় কর্মকার,শান্ত দাশ,অর্নব কর্মকার,শ্রীযুক্ত অভি দাশ,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ বাজারের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম।

Please follow and like us:

Related Articles

Back to top button