খবরাখবর

মির্জাপুরে পন্ডিত শান্তপদ মহাথেরো এর স্মরণ সভা অনুষ্ঠিত

সুমন পল্লব, হাটহাজারী সংবাদদাতা: চট্টগ্রাম বালাদেশী জাতির উন্নয়নের মাধ্যমে মানব কল্যান ও সমাজ পরিবর্তনের জন্য আজীবন কাজ করে গেছেন পন্ডিত ভদন্ত শান্তপদ মহাথেরো।

জাতি, ধর্ম বর্ন সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে তিনি সকলের মধ্যে ঐক্যের বাতাবরন সৃষ্টি করেছেন তিনি। বাংলাদেশের সাথে থাই সরকারের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গভীর করতে কাজ করছন মির্জাপুর গৌতমাশ্রমে বিহারে রক্ষিত গৌতম বুদ্ধের পুতাস্হী প্রদান করে।

আজ বুধবার হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রাম বিহারে পন্ডিত শান্তপদ মহাথেরো এর ৩৮তম স্মরণানুষ্ঠান উপলক্ষে আয়োজিত অস্ট উপকরনসহ সংঘদান অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বিহারের নব নির্মিত শাসনানন্দ ়ভাবনা মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সরকার কর্তৃক একুশে পদকে বিভূষিত অগ্রমহা স্বধর্ম জ্যোতিকাধ্বজ ডঃ জ্ঞানশ্রী মহাথেরো।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিহারাধক্ষ ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন ডঃ দেবপ্রিয় মহাথেরো। প্রধান আলোচক ছিলেন ডঃ বুদ্ধপাল মহাথের, বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ বোধিমিত্র মহাথেরো, ়ভদন্ত শাসনাশ্রী মহাথেরো, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মির্জাপুর গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া।

বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া, ওমান সুর বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কাঞ্চন বড়ুয়া মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সুব্রত বড়ুয়া বন্দন, সুজন বড়ুয়া মামুন, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সত্যজিৎ বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিথিলা বড়ুয়া।

অনুষ্ঠানে জীব জগতের শান্তি কামনায় পঞ্চশীল প্রার্থনা করেন স্যানিটারী কর্মকর্তা (অবঃ) ও প্রবীন সমাজকরী প্রশান্ত বঞ্জন চৌধুরী।

Please follow and like us:

Related Articles

Back to top button