খবরাখবর

সিরাজগঞ্জে ব্র্যাক স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর  উপজেলার খোকশাবাড়ী  ইউনিয়নের খলিশাকুড়া গ্রামে রুপার বাড়ীতে স্বপ্নসারথি দলের ১৫ তম মাসের সেশন “মনকে বুঝি ভালো থাকি পর্ব ১” পরিচালনা করা হয়।

সেশনটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির, অফিসার  (সেলপ) মোঃ মাসুদ রানা।

সেশন শেষে কিশোরী ও অভিভাবকদের নিয়ে উন্মুক্ত আলোচনা করেন, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস।

জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও উন্মুক্ত  আলোচনায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী।

তিনি বলেন সুখী ও সুন্দর ভবিষ্যতের জন্য বাল্যবিয়ে নয়, প্রয়োজন শিক্ষা ও কাজের সুযোগ।

বাল্যবিয়ের ফলে শারীরিক ও মানসিক, যৌন ও অর্থনৈতিক ক্ষতিসমূহ চিহ্নিত করতে হবে, মাদক থেকে সমাজকে রক্ষা করতে হবে  এবং জেলা তথ্য অফিস থেকে যেকোন তথ্য দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী তথ্য অফিসার হুমাইয়া সুলতানা,  ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ  রইসউদ্দিন এবং সজাগ দলের সদস্য সহকারী শিক্ষক ওয়াজেদ আলী।

আলোচনা শেষে উপস্থিত অতিথি, অভিভাবক ও কিশোরীরা “বাল্যবিয়েকে না বলি এবং নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বন্ধ করি” লেখা সম্বলিত লালকার্ড প্রদর্শণ করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button