কবিতা
সোনালি অতীত । মুহাম্মদ মাসুদ রানা
মুহাম্মদ মাসুদ রানা:
সেই দিনগুলি মনে পড়ে
চলে যাওয়া অতীত
তবুও আমি স্মরণ রাখি
সেই সোনালি অমিত।
সন্ধ্যার আগে ফিরতাম ঘরে
খেলাধুলায় শেষে
হাত-মুখ ধুঁয়ে পড়তে বসতাম
ভাই-বোন সাথে মিশে।
সন্ধ্যার সময় পড়ার আওয়াজ
শোনা যেতো ঘরে
হারিকেনের আলো দিয়ে
পড়তাম কত জোরে।
রাত পেরিয়ে সকাল হলে
যেতাম মকতব ঘরে
সবাই মিলে কুরআন পড়তাম
খুব সুমধুর সুরে।
ঠ্যালা জালে মাছ ধরেছি
খালে-বিলের ধারে
মাঠে-ঘাটে মন জুড়ায়ছি
খেলাধুলার তরে।
পাবে না তো সেই সোনার দিন
চলে গেছে ভাই
তবুও আমার কাছে আজও
মনে পড়ে তাই।
Please follow and like us: