খবরাখবর

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:  ”  নাগরিকের শিক্ষারমান সমান অধিকার নিশ্চিত করণ, একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ” এ শ্লোগান নিয়ে এবং শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসনে,  এমপিওভূক্ত শিক্ষা জাতীয় করণের ১ দফা দাবিতে – বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম  সিরাজগঞ্জ সদর উপজেলা ও জেলা শাখার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস -২০২৪ পালিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে উক্ত আলোচনা সভায়

অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি এবং ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক  মোঃ সাজেদুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্যে  রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব  জি,এম শাওন।

এ আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম

সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম , সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা,অর্থ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম হোসেন প্রমুখ। এসময়ে জেলা ও সিরাজগঞ্জ  সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক   মোঃ আলমগীর হোসেন।

আলোচনা সভা অনুষ্ঠানে বক্তাগণ বলেন,  দেশে শিক্ষার ৯৭% অবদান রাখে এমপিওভুক্ত  শিক্ষকরা। তাই এমপিওভুক্ত  শিক্ষকদের বৈষম্য নিরসনে অন্যতম উপায় হল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ।  তাই  দ্রুত এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে আহ্বান জানান শিক্ষক নেতারা,  বর্তমান দ্রব্যমূল্যের উদ্যগতিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জীবন যাপন কষ্টকর হয়ে যাচ্ছে। তাই শিক্ষার মান উন্নয়নে এমপিওভুক্ত  শিক্ষকদের  অর্থনৈতিক বৈষম্য নিরসন করা দরকার। তা না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় । দ্রুত জাতীয়করনের দাবি  বাস্তবায়ন না হলে  সকল নাগরিকের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে আবারো রাজপথে নামবে শিক্ষক, কর্মচারীরা।

Please follow and like us:

Related Articles

Back to top button