হাটহাজারীতে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ
সুমন পল্লব, হাটহাজারী: হাটহাজারীতে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা ২৩’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে সম্পাদকীয় কমিটির সদস্য মোহাম্মদ সোহেল আরমানের সঞ্চালনায় পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ, প্রধান বক্তা ছিলেন আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি কেন্দ্রীয় পরিষদের প্রধান পরিচালক, শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার সাবেক সভাপতি ফিরোজ চৌধুরী।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, নগদ টাকা, সনদ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। আগত শিক্ষার্থী প্রশংসা করে বলেন অন্য বৃত্তি থেকে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি আমাদের খুবই ভালো লাগে তাই অংশ গ্রহণ করেছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী এডভোকেট এ.ডি.এম আরুছুর রহমান (আরুছ), আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বাবুল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ রজভিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব আলকাদেরী, আজিজিয়া মাবুদিয়া হোছাইনিয়া মাদ্রাসার পরিচালক, আলহাজ্ব মাওলানা মোঃ খোরশেদুল আলম, শাহ আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, কেন্দ্রীয় সচিব মাস্টার মুহাম্মদ রায়হান উদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি আসলাম পারভেজ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, কুরআন ও ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা নুরুল আলম, হাটহাজারী যুব ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সাইমন, আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা পৌরসভা জোনের সচিব এইচ এম এরশাদ, উপদেষ্টা মোঃ ফরহাদ হোসাইন প্রমূখ।