খবরাখবর

কাপ্তাইয়ে পুলিশী অভিযানে চোলাই মদ সহ দুই নারী আটক

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশিয় তৈরী চোলাই মদ সহ দুই নারী পাচারকারীকে আটক করেছ।

তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ড.এসএস ফরহাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল মো. জাহেদুল ইসলামের দিক-নির্দেশনায় এবং কাপ্তাই থানার ওসি মো. মাসুদের নির্দেশে রোববার (১৩ অক্টোবর) বেলা প্রায় ১১ টায় এসআই আল আমিন, এএসআই হাইসিং মং মারমা, এএসআই রবিউল আলম সঙ্গীয় ফোর্স সহ কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রেশম বাগান ফরেনার্স চেকপোস্ট এলাকায় অভিযান চালায়।

এ সময় অভিনব কায়দায় শরীরে বেঁধে এবং সিএনজি চালিত অটোরিক্সা যোগে পাচারকালীন দেশিয় তৈরী ৪১ লিটার চোলাই মদ সহ সালমা বেগম প্রকাশ রঞ্জু বেগম(৫০) ও আয়েশা বেগম(৪৫) নামের দুই নারী পাচারকারীকে আটক করা হয়।

এসময় পাচার কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়। কিন্তু অটোরিক্সার চালক পালিয়ে যায়।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ০২, তাং- ১৩/১০/২৪। আটক আসামীদের ওইদিনই রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button