খবরাখবর

সিরাজগঞ্জে সাবেক এমপি ড.জান্নাতকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এবং তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে  জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা ও নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় আসামি আবু মুসা’কে আদালত পূর্ণ গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল  ৩ টায় নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

উভয় পক্ষের দীর্ঘ প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দু’জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোঃ আতিকুর রহমান ও মোঃ রুবেল হোসেন রিমান্ডের  বিরোধিতা করেন।

তথ্যটি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল হামিদ , অ্যাডভোকেট নাজমুল হোসেন, অ্যাডভোকেট মোঃ রফিক সরকার ।

Please follow and like us:

Related Articles

Back to top button