খবরাখবর

ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ জামাল উদ্দিন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভাস্থ নাজিরহাট বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামের মোহাম্মদ ছালামের পুত্র।

জানা যায়, নিহত জামাল জনৈক মোহাম্মদ কাশেমের নির্মানাধীন ছয়তলা ভবনে দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আজ কাজ করার সময় অসাবধানতা বশত নিচে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক মো. কাশেম জানান, জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে তার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। আজ সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক (ইএমও) নাহিদ শারমিন বলেন,গুরুতর জখম অবস্থায় একজন শ্রমিককে এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু ঘটে। পরে নিহতের পরিবার এসে লাশ নিয়ে যান।

Please follow and like us:

Related Articles

Back to top button