খুনি মোতালেব ও পুত্র হাসানের ফাসির দাবীতে বাউফল বাসীর মানববন্ধন
মু,হেলাল আহম্মেদ(রিপন),পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ৭নং বগা ইউনিয়নে ত্রিপোল মার্ডার এর প্রধান আসামী বাউফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাং ও তার পুত্র পটুয়াখালী জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ সকল আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।
আজ ১৯ অক্টোবর বেলা ১২ টার সময় বাউফল উপজেলার বগা বন্দর এলাকায় সকল শ্রেনীপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
উক্ত মানববন্ধনে ত্রিপোল হত্যার স্বজনরা বলেন, যুবদল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার পুত্র মনির মৃধার খুনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ও পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সহ সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার পূর্বক ফাঁসি চেয়ে মানববন্ধন পালন করেছে বগা বন্দরের জনসাধারণ।।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, গত ২০০১ সালের ৮ ডিসেম্বর সন্ত্রাসী কর্মকান্ডে মোতালেব হাওলাদার ও তার ছেলে হাসান বাহিনী তৎকালীন বাউফল উপজেলা বিএনপির সহ- সভাপতি প্রফেসর মজিবুর রহমান মুন্সির ছোট ভাই মাধবপুর নিশিকান্ত হাইস্কুলের শরীর চর্চা শিক্ষক মো, দেলোয়ার হোসেন মুন্সি এবং তার ভাতিজা দুমকী জনতা কলেজের প্রভাষক আঃ জলিল
মুন্সিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করে বাউফল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাং ও তার ছেলে হাসান।
শুধুতাই নয় এই ঘটনায় ভেটেরিনারী সার্জন ফরিদ আহমেদ মুন্সি ও জব্বার মুন্সী ও রফিক গাজি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে।
এমনকি তারা ঐ ঘটনায় প্যারালাইস্ট হয়ে যায়।
এদিকে নিহত দেলোয়ার হোসেন মুন্সিও
নিহত আব্দুল জলিল মুন্সি স্কুল শিক্ষক দেলোয়ার মুন্সি ও প্রভাষক জলিল মুন্সি (জোড়া) খুন মামলায় মোতালেব গংদের হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল চেয়ে যাবজ্জীবন সাজা বহাল রেখে দৃষ্টান্ত মূলক শাস্তি চান মানব বন্ধনে উপস্থিত স্থানীয় শ্রমজীবি, ব্যবসায়ী,কৃষকসহ সুশিল সমাজ।
জোড়া খুনের বিচারের দাবীতে মানববন্ধনে মৃত্যু দেলোয়ার মুন্সির ছেলে দোলন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে জখন খুন করে আমার বয়স তখন ৫ বছর বাবার আদর সোহাগ ভালবাসা কিছুই পাইনি আমি।
অনেক কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে এখন আমার বয়স ২৩ বছর। আমাকে যারা পিত্তৃহারা করেছে বর্তমান সরকারের কাছে এদের
দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
অপরদিকে জলিল মুন্সির খুনের বিচারের দাবীতে মানববন্ধন উপস্থিত বড় ছেলে সাদমান সাকিব বলেন,সৈরাচার সাশক আমলে অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে সবকিছু জিম্মি ও কুক্ষিগত করে রেখেছিল তারা। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটলে। অভ্যান্তরিন সরকার সুষ্ঠু ন্যায় বিচার করবে এমবটাই প্রত্যাশা রাখে ভুক্তভোগীর পরিবার।
উক্ত ঘটনার বরাত দিয়ে স্থানীয় জনৈক ব্যক্তি,মো,জাকির হোসাইন বলেন, নিহত মনির মৃধা গত ২০১৩ সালের ৫ই আগষ্ট সন্ত্রাসী মোতালেব হাওলাদার বাহিনী বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের ঈদ শুভেচ্ছা পোষ্টার লাগানোর অজুহাতে যুবদল নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মৃধার পুত্র মনির মৃধা ও তার শ্যালক ছাত্রনেতা জাকির হুসাইনকে খুনের উদ্দেশ্যে নির্মম ভাবে প্রকাশ্যে হামলা চালায়। এই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ০৯ আগষ্ট মনির মৃধা মৃত্যু বরণ করেন।
৭নং বগা ইউনিয়নের সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণ পূর্বের ন্যায় শান্তি ফিরে পেতে এ মানববন্ধনের আয়োজন
করেন।।