খবরাখবর

কাপ্তাইয়ে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন ও উপকরণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন ও উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় রবি প্রণোদনার অংশ হিসেবে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ২৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন।

কাপ্তাই ইউএনও মোঃ মহিউদ্দিন জানান, সরকারের প্রণোদনা কর্মসূচি থেকে বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার ব্যবহার করে সঠিক চাষাবাদের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ভূমিকা রাখতে হবে।

এছাড়া কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ জানান, পরবর্তীতে সবজি প্রণোদনা, বোরো উফশী ধান প্রণোদনা ও বোরো হাইব্রিড ধান প্রণোদনার উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

এসময় বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী কৃষকসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button