খবরাখবর

কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া সংবাদদাতা: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা সভা গত ২৫ অক্টোবর পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা সমাজসেবী আবদুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান, রাঙ্গুনিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, যুবনেতা মো. শাহজাহান, শহিদুল ইসলাম রিটন, সমাজসেবী নুরুল আমিন, কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়া, দফতর সম্পাদক আবু বক্কর, সহ দফতর সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।

সভায় মো. সালাহউদ্দিন, এম আর মামুনুল হক, আবদুস সামাদ, জসিম উদ্দিন, মমতাজুল হক, মো. আজিজ, নুরুল হাসান, সাব্বির হোসেন ও লিটন দাশকে রাঙ্গুনিয়ায় ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়।

কর্ণফুলী ক্রীড়া একাদশ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশের মধ্যকার অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি পরিচলনা করেন সিজেকেএস এর রেফারি মুক্তি সাধন বড়ুয়া, সহযোগী রেফারি ছিলেন ওয়াহিদুল আলম ও দেলোয়ার হোসেন।

পুরো খেলায় ধারা ভাস্যকার ছিলেন আল হাসান মনজু। খেলায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া একাদশ ২-১ গোলে কর্ণফুলী ক্রীড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

পরে অতিথিবৃন্দ বিজয়ী দল কর্ণফুলী ক্রীড়া একাদশের অধিনায়ক মো. তারেকের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও কর্ণফুলী ক্রীড়া একাদশের অধিনায়ক শাহনেওয়াজের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন।

Please follow and like us:

Related Articles

Back to top button