খবরাখবর

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ফাহিম ইভান (১৯) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে নগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ওই শিক্ষার্থী উপজেলার পাইন্দং ইউপির খলিফার বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের পুত্র।

ফাহিম ফটিকছড়ি সরকারি কলেজের একাউন্টটিং ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন।

এর আগে গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকারহাট এলাকায় অনার্স পরীক্ষা শেষ করে হাটহাজারী থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় গাড়ির সামনে চলে আসা পথচারীদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহিম। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর তাকে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে ৩দিন আইসিইউ এবং লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার সে মারা যায়।

উল্লেখ্য, এ ঘটনার ২দিন পূর্বে উপজেলার একই এলাকার যুবক মো: আব্বাস চৌধুরী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুদিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার মৃত্যুবরণ করেছে।

এদিকে পরপর একইভাবে দুটি তরতাজা প্রাণ যাওয়াতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের নিয়ে বন্ধুবান্ধব থেকে শুরু করে অন্যান্যদের শোক প্রকাশের পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়েও পোস্ট দিতে দেখা যায়।

Please follow and like us:

Related Articles

Back to top button