রাঙ্গুনিয়া আয়েশা ছিদ্দীকা (রাঃ) মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণ
রাঙ্গুনিয়া সংবাদদাতা: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম আজিজ নগর আয়েশা ছিদ্দীকা (রাদিয়াল্লাহু তালা আনহা) মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড.মাহমুদুল হাসান।
মোহাম্মদ বিন মাহবুব’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রধান মেহমান ছিলেন আল জামেয়া আল ইসলামি পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা জাফর সাদেক, মাওলানা নুরুল আজিম, মাওলানা মোহাম্মদ কামাল,মাওলানা মুফতি এমরান, মাওলানা মোহাম্মদ মামুন, হাফেজ আহমদ, মাওলানা ওসমান মাহাদী, মাওলানা মোহাম্মদ ইসমাইল, হাফেজ মোহাম্মদ ইয়াছিন, হাফেজ মোহাম্মদ তোয়াছিন প্রমুখ।
পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ১৫ জন মেসকাত জামাতের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।