খবরাখবর

সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান ও পরিষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি: সদ্য পুনর্গঠিত পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ ও পরিষদ বাতিলের দাবিতে ‘পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্রজনতা’র ব্যানারে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রজনতার নেতারা বলেন, সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদে আওয়ামী দোসর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া, ২৪এর গনঅভ্যুত্থান চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহীদি জনতার সাথে প্রতারণা ছাড়া আর কিছু না। নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এ আসনের সাবেক এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুগত নেত্রী ছিলেন।

মহিলা এমপি হওয়ার জন্য তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে নমিনেশন ফরমও সংগ্রহ করেছিলেন। ফলে আওয়ামী লীগ নেত্রী চেয়ারম্যান নিয়োগ হওয়ায় সাধারণ জনগণ ক্ষুব্ধ।

বক্তারা আগামী ২৪ঘন্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণ ও পরিষদকে পরিবর্তন করে নতুনভাবে গঠন করার দাবি জনান।

অন্যথায় জেলা পরিষদ কার্যালয় ঘেরাও, হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য দেন, সূর্য কিরণ ত্রিপুরা(কার্বারী), উস্যেপ্রু মারমা, বিদর্শী চাকমা, সুমঙ্গল চাকমা, সুমিত্রা চাকমা, মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

Please follow and like us:

Related Articles

Back to top button