খবরাখবর

সিরাজগঞ্জের মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রি ও সিরাজী সড়ক মোড়  প্রাণকেন্দ্র অবস্থিত পরিত্যক্ত একমাত্র  পুকুর (পদ্ম পুকুর) কে সুইমিং পুলে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে পৌর শহরের পদ্মপুকুর সংলগ্ন আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসা‌ন এর  সভাপতিত্বে ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম  দুলাল উদ্দিন এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  পদ্ম পুকুরেকে সুইমিং পুলে রূপান্তরিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

উক্ত  মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মোঃ  সাইদুর রহমান বাচ্চু বলেন,  আমাদের  সিরাজগঞ্জ জেলাটি হলো নদী মাতৃক জেলা শহরের মধ্যে কোন সুইমিং পুল না থাকায় শখ করে অনেকেই যমুনা নদীতে গোসল করতে যায়, অধিকাংশ শিশু -কিশোর -কিশোরীরা শিক্ষার্থী  সহ অন্য বয়সের মানুষ  সাঁতার না জানায়, নদীতে গোসল করতে এবং সাতার কাটতে গিয়ে   সর্বনাশা যমুনার ঘূর্ণিপাকে পড়ে অনেক  নিহত হয়েছেন । যেহেতু সিরাজগঞ্জ পৌর শহরের একমাত্র প্রাণ কেন্দ্র পদ্মপুকুরটি এখন নোংরা আবর্জনায় স্তুপ হয়ে আছে। এটি সুইমিংপুলে রূপান্তরিত করলে শহরের সবাই সাঁতার শিখতে পারবে। অপরদিকে যমুনা নদীর পানিতে পড়ে মৃত্যুর সংখ্যা কমে যাবে।

উক্ত মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের অন্যতম  মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত মোঃ সিরাজ উদ্দিন সহ অন্যান্য   শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button