রাউজানে টিনশেড ঘরে চলে মাদ্রাসার পাঠদান
আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা আহমদিয়া নূরানী ইবতেদায়ি মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায় শিক্ষার্থীদের নতুন ভবনের উন্নয়ন কাজের জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন মাদ্রাসার পরিচালকগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, ১৯৬৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পরে অল্প কিছু ছাত্র-ছাত্রী নিয়ে মাদ্রাসাটি শুরু হয়েছিল। বর্তমানে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে, তার মধ্যে ৫০ জন শিক্ষার্থী ফ্রিতে পড়াশোনার করেন এই প্রতিষ্ঠানে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের মাদ্রাসায় ক্লাস করতে অনেক বেশি সমস্যা হয় বর্ষা কালে। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে টিনের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, এতে তাদের পাঠদান সমস্যা হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশবাসীর কাছে তাদের মাদ্রাসার নতুন ভবনের জন্য সহযোগিতা চেয়েছেন।
মাদ্রাসার সেক্রেটারি মোঃ মুছা মিয়া বলেন, আমাদের মাদ্রাসায় দিনদিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ৫৬ বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে। কিন্তু আমাদের এই মাদ্রাসায় ভালো একটি ভবন না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা উদ্যোগ গ্রহণ করছি একটি নতুন ভবন নির্মাণে। তবে মাদ্রাসার পরিচালকের একার পক্ষে সম্ভব নয়। তাই সবাই এগিয়ে আসলে মাদ্রাসাটি টিকিয়ে রাখা সম্ভব এবং সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা সবাই সহযোগিতা করলে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে আলোকিত করা যাবে। আর ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে পড়ুয়া শিক্ষার্থীরা সমাজের ও দেশের ভালো কাজে ব্যাপক ভূমিকা রাখবে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আমির হোসেন বলেন, ইবতেদায়ী ৫ম শ্রেণী থেকে এই পর্যন্ত প্রায় ৮০ জনের অধিক ছাত্র-ছাত্রী বের হয়ে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে অধ্যায়নরত রয়েছেন। নূরানী তালীমুল কোরআন বোর্ড কর্তিক অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এ+সহ শতভাগ পাস করে সফলতা অর্জন করে আসছেন। মাদ্রাসা ও এতিমখানা নতুন ভবনের উন্নয়নের জন্য সকল প্রবাসী ও দেশের অর্থবানদের আর্থিক সহযোগিতা কামনা করছি।
মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ জানান, প্রবাসী ও এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতায় চলছে মাদ্রাসা ও এতিমখানাটি। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটিতে দিনদিন ছাত্রের সংখ্যা বেড়েই চলছে। যার জন্য দারুণ হিমসিম খেতে হচ্ছে। মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব নতুন ভবণের তৈরি কাজ শুরু হতে চলছে। ছাত্র-ছাত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যায়ক্রমে বহুতল বিশিষ্ট একটি নতুন ভবণ তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। কিন্তু এর জন্য বিপুল অর্থের প্রয়োজন। যা তাদের সাধ্যের বাইরে। বর্তমানে মাদ্রাসা ও এতিমখানার নিজস্ব নতুন প্রস্তাবিত ভবন তৈরির কাজ শুরু হতে যাচ্ছে তাই দেশবাসী ও প্রবাসীর সকলের সাহায্যের প্রয়োজন।
গত সোমবার পূর্ব গুজরা আহমদিয়া নূরানী ইবতেদায়ি মাদ্রাসা (হেফজখানা ও এতিমখানা) নতুন প্রস্তাবিত ভবন তৈরির কাজে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল লতিফ, সহ-সভাপতি মদিউল আলম, সেক্রেটারি মোঃ মুছা মিয়া। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আমির হোসেন, সহকারী শিক্ষক হাফেজ আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ জাবেদ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু বকর, মাষ্টার জাহাঙ্গীর আলম, আব্দুল রাউফ, ফয়সাল আজাদ, পাপ্প দেওয়ানজী।
এলাকাবাসী এবং অভিভাবক দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহমদ কবির, শামসুল আলম, মোঃ শফি, হারুন, হায়দার আলী, নুরুল আলম প্রমুখ।
আগামী ১৩ ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। আর ১লা ডিসেম্বর থেকে মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে।
মাদ্রাসার নতুন ভবনের জন্য সহায়তা পাঠানোর ঠিকানা:- বিকাশ নাম্বার: ০১৮১৯-৬৪৯৬৬৭, ব্যাংকে সহয়তা পাঠাতে পারেন, আল-আরফাহ ইসলামী ব্যাংক, নোয়াপাড়া, পথেরহাট শাখায়: একাউন্ট নাম্বার: ০৬১১১২০০৫৩৪২৬।