“স্কলার বৃত্তি”- এক দিনেই পরীক্ষা ও ফলাফল
নিজস্ব প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় দ্যা স্কলারস্ ফোরাম এর আয়োজনে“ স্কলার বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পরীক্ষা ও ফলাফল প্রকাশিত হয়েছে।
বহুনির্বাচনী পরীক্ষা পদ্ধতি (এম সি কিউ) তে একই দিনে পরীক্ষা ও একই দিনে ফলাফল দেয়া হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপ ভূমি প্রশাসনিক কর্মকর্তা মো. আলী, পূর্ব বাকলিয়া গার্লস কলেজের প্রভাষক জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. আবু সায়েম, শিক্ষক মুসলিম উদ্দিন, নুরুল আলম, আবদুল আজিজ, হোসাইন উদ্দিন, নাজিম উদ্দিন, শম্ভু কান্তি বিশ্বাস, সুপ্লব মিত্র তালুকদার।
পরীক্ষার প্রধান পৃষ্টপোষক সাজ্জাদুল ইসলাম সাজুর প্রতিনিধি শিক্ষানুরাগী মো. ইলিয়াছ, রাঙ্গুনিয়া মডেল ফাউন্ডেশনের মহাসচিব করিম উদ্দিন হাছান, দ্যা স্কলারস্ ফোরাম রাঙ্গুনিয়ার যুগ্ম আহবায়ক কালুশাহ্, যুগ্ম সদস্য সচিব মো. নবীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন, যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ শাওন, পরিচালক পলাশ বড়ুয়া, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, আজগর হোসেন, শিক্ষক দীপন বৈষ্ণব, মো. জামাল উদ্দিন, শিমুল কর প্রমুখ।
পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক আবদুল গফুর ও সচিব কাজী আহসান উদ্দিন বলেন, “ পরীক্ষায় ৮৫ টি স্কুলের ৪র্থ ও ৫ম শ্রেণির ১১৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ”