খবরাখবর

পঞ্চগড়ে কৃষি সেবা কেন্দ্রের সদস্য কৃষক-কৃষাণীর মাঝে গরু হস্তান্তর

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা সদরের গড়িনাবাড়ী চিকনমাটি রোপা আমন পিএফএস’র ১০ম ও সমাপনি সেশনে কৃষি সেবা কেন্দ্রের ২৫ জন সদস্যের মধ্যে আয় বর্ধনমূলক কাজের অংশ হিসেবে দু’টি গরু প্রদান হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার ) প্রোগ্রামের আওতায় সদস্যদের মাঝে গরু দু’টি প্রদান করা হয়েছে।

গত রোববার বিকেলে কৃষি সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু হস্তান্তর করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অর্জুন চন্দ্র রায়।

এ সময় প্রশিক্ষণের প্রশিক্ষক উপ সহাকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কিবরিয়া, রাজোয়ার রহমান, সংগঠক হৃদয় চন্দ্র রায়সহ কৃষক-কৃষাণী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সমাপনী অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের সদস্য ২৫ জন কৃষক-কৃষাণীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকার সাথে সদস্যদের দেয়া চাঁদার টাকায় গরু দু’টি কেনা হয়েছে। এই গরু দু’টি মালিকানা এখন সদস্যদের।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী জানান, রোপা আমন মৌসুমে পঞ্চগড় সদর উপজেলায় আটটি পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন কৃষক-কৃষাণীকে আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

এতে করে কৃষকরা নতুন নতুন জাত, কৃষি প্রযুক্তি, আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয় কার্যক্রমে আরও উদ্যমী হবে এবং কৃষকের ব্যাংক ধারণা বাস্তবায়ন হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button