খবরাখবর

পটুয়াখালীর মহাসড়কে বাসের ধাক্কায় তহসিলদার মানিকের মৃত্যু

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-টু-কুয়াকাটা মহাসড়কে চলমান পরিবহন বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ (২৫ নভেম্বর) সোমবার দুপুর ১২ টার দিকে পটুয়াখালী সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের করমজাতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায়।

ঘটনাসূত্রে জানা যায়, নিহতের নাম এম ডি গোলাম মাওলা মানিক (৪৪)। তিনি পটুয়াখালী পৌর শহরের  চৌরাস্তা এলাকার আবদুল মান্নান সিকদারের ছেলে। গোলাম মাওলা মানিক কলা পাড়া ইউনিয়নের নয়াকাটা ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ঢাকাগামী একটি বাস কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিলো, পথি মধ্যে পটুয়াখালী সদর উপজেলার করমজাতলা নামক স্থানে পৌছলে উল্টো দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এম ডি গোলাম মাওলা মানিকের মৃত্যু ঘটে।

এ ঘটনার পর ঘাতক এনা পরিবহনের চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটিকে আটক করে রাখে।

এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি মারা গেছেন। বাসটি আটক আছে কিন্তুু বাসের চালক পালিয়ে গেছে। তহসিলদার গোলাম মাওলা মানিকের মৃত্যুতে পটুয়াখালী জেলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সমিতির সভাপতি মো. শাহজাহান শিকদার ও সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।।

Please follow and like us:

Related Articles

Back to top button